প্রেম
প্রেমে পরার কোনো বয়স নাই। তবে একেক বয়সে মানুষ একেক জিনিসের প্রেমে পরে। তাই যেকোনো বয়সে প্রেমে পরলেও সেই প্রেমের গতিপ্রকৃতি ভিন্ন হওয়াটাই স্বাভাবিক। বাল্যবেলার উদাসী প্রেম, তারুণ্যের উদ্দামতার কাছে কোনো পাত্তা পায় না। মূর্খ মস্তিষ্কের আবেগের বিস্ফোরণ, যৌক্তিক মস্তিষ্কের কাছে অনেকটা হাস্যকর মনে হয়। আবার কর্মব্যস্ত পারস্পরিক বোঝাপড়ার ভালোবাসাটাও আবার বড্ড বেশি যান্ত্রিক মনে হয়।
Comments
Post a Comment