প্রেম

প্রেমে পরার কোনো বয়স নাই। তবে একেক বয়সে মানুষ একেক জিনিসের প্রেমে পরে। তাই যেকোনো বয়সে প্রেমে পরলেও সেই প্রেমের গতিপ্রকৃতি ভিন্ন হওয়াটাই স্বাভাবিক। বাল্যবেলার উদাসী প্রেম, তারুণ্যের উদ্দামতার কাছে কোনো পাত্তা পায় না। মূর্খ মস্তিষ্কের আবেগের বিস্ফোরণ, যৌক্তিক মস্তিষ্কের কাছে অনেকটা হাস্যকর মনে হয়। আবার কর্মব্যস্ত পারস্পরিক বোঝাপড়ার ভালোবাসাটাও আবার বড্ড বেশি যান্ত্রিক মনে হয়।

সবই নিউরনে চলা কিছু সাময়িক বিদ্যুতের চলাচল আর রাসায়নিকের বিক্রিয়া😬 মানুষ একদিন হয়তো ওষুধ দিয়ে প্রেম-ভালোবাসাও নিয়ন্ত্রনে নিয়ে আসবে😬

Comments

Popular posts from this blog

করোনা নিয়ে শিশুদের সাথে আলোচনা