বঙ্গদেশীয় আস্তিকতা-নাস্তিকতা

বঙ্গদেশীয় মুসলিমরা হিন্দুদের থেকে আচার-আচরণ, নীতি-নৈতিকতা, ভালো-মন্দ অনেক কিছুই গ্রহন করেছে। সময়ের সাথে সাথে সেগুলোর অনেককিছুই আবার বাদ দিয়েছে কারন ইসলাম সেটা আ্যলাউ করে না। কিন্তু বাহ্যিক আচার-অনুষ্ঠান বাদ দিলেও চিন্তার দিক থেকে অধিকাংশ বঙ্গীয় মুসলিম আসলে বাঙালীই রয়ে গেছে। মাঝেমধ্যে তাদের আরবীয় স্বত্বা জেগে উঠে।আবার বঙ্গীয় প্রগতিশীল নাস্তিকরাও বেশিরভাগই মুসলিমদের থেকে আচার-আচরণ, নীতি-নৈতিকতা, ভালো-মন্দ অনেক কিছুই গ্রহন করেছে। কিন্তু বাহ্যিক আচার-অনুষ্ঠান বাদ দিলেও চিন্তার দিক থেকে অধিকাংশ বঙ্গীয় নাস্তিক আসলে বাঙালি মুসলমানই রয়ে গেছে। নিজের জন্য পথ তৈরি করা দূরে থাক, নতুন পথ দেখলেও এরা আঁতকে উঠে।

Comments

Popular posts from this blog

করোনা নিয়ে শিশুদের সাথে আলোচনা