বঙ্গদেশীয় আস্তিকতা-নাস্তিকতা
বঙ্গদেশীয় মুসলিমরা হিন্দুদের থেকে আচার-আচরণ, নীতি-নৈতিকতা, ভালো-মন্দ অনেক কিছুই গ্রহন করেছে। সময়ের সাথে সাথে সেগুলোর অনেককিছুই আবার বাদ দিয়েছে কারন ইসলাম সেটা আ্যলাউ করে না। কিন্তু বাহ্যিক আচার-অনুষ্ঠান বাদ দিলেও চিন্তার দিক থেকে অধিকাংশ বঙ্গীয় মুসলিম আসলে বাঙালীই রয়ে গেছে। মাঝেমধ্যে তাদের আরবীয় স্বত্বা জেগে উঠে।আবার বঙ্গীয় প্রগতিশীল নাস্তিকরাও বেশিরভাগই মুসলিমদের থেকে আচার-আচরণ, নীতি-নৈতিকতা, ভালো-মন্দ অনেক কিছুই গ্রহন করেছে। কিন্তু বাহ্যিক আচার-অনুষ্ঠান বাদ দিলেও চিন্তার দিক থেকে অধিকাংশ বঙ্গীয় নাস্তিক আসলে বাঙালি মুসলমানই রয়ে গেছে। নিজের জন্য পথ তৈরি করা দূরে থাক, নতুন পথ দেখলেও এরা আঁতকে উঠে।
Comments
Post a Comment