অপেক্ষায় আছি
অপেক্ষায় আছি।সেইদিনের। যেদিন প্রত্যেকটা নারী স্বাধীন সিদ্ধান্ত নেবার অধিকার পাবে। সমাজের কুপ্রস্তাবের ভয়ে নিজেকে যেদিন কেউ গুটিয়ে নেবে না অন্ধকার কোন ঘরের কোনে। শুধু মা হওয়ার কারনেই সন্তানের সকল দায়িত্ব যেদিন তার কাঁধে চাপিয়ে দেয়া হবে না। সন্তানের সুখের জন্য যেদিন তাকে বিসর্জন দিতে হবে না নিজের সকল সুখ-শান্তি নির্বিশেষে। একটা সুখের পায়রা খাঁচার মধ্যে ডানা ছটফটিয়ে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। আমরা শুধু চেয়ে চেয়ে দেখছি। অপেক্ষায় আছি। সেইদিনের। যেদিন পায়রাটা ডানা মেলে উড়ে বেড়াবে মুক্ত আকাশে।
Comments
Post a Comment