যৌনতা নিয়ে মোনতা নয়
সমাজে প্রাপ্তবয়স্ক মানুষের জন্য সেক্স কিংবা মাস্টারবেশন করাটা পাপ। আমাদের সমাজে যেহেতু ছেলেরা নির্দিষ্ট বয়সের পর যথেষ্ট স্বাধীনতা পায়, তাই তারা এই পাপাচারে লিপ্ত হতে খুব বেশি সময় নেয় না। লিঙ্গের ডগায় পানি আসলেই ওরা নিজের অজান্তে কামুক হয়ে উঠে। এরপর পরিবার,সমাজ, চলচ্চিত্র, রাস্তা-ঘাট সবজায়গায় তার দন্ডের জয়জয়কার দেখতে পায়। যদিও সে জানে এগুলো পাপ। কিন্তু পাপ না করে সে তার অত্যাবশকীয় চাহিদা পূরনের কোনো জায়গা খুঁজে পায় না। বেশিরভাগের ক্ষেত্রে বয়ঃসন্ধির এই উদ্দাম শান্ত করার একটা পদ্ধতি চোখে পরে। মাস্টারবেশন। যৌনতা সম্পর্কিত সঠিক জ্ঞান নেই, তার উপর সবসময় ভয়। পাপের ভয়। একেকজনকে সেক্স ম্যানিয়াক বানিয়ে ফেলে।
আর মেয়েদের ব্যাপারটা ঠিক উল্টো। যথেষ্ট স্বাধীনতা পায় না। পরিবার, সমাজ, চলচ্চিত্র, রাস্তা-ঘাট, সবজায়গায় শুধুই একটাই সত্য। তোমার স্বামীর দন্ডের শান্তিই তোমার একমাত্র যৌনসুখ। তাই বয়সের প্রবল চাপ সত্বেও আকাঙ্ক্ষাকে মাটিচাপা দিয়ে জড়বস্তু হবার প্রস্তুতি নেয়। ধীরে ধীরে জড়বস্তুতে রূপ নেয়।
এরপর সমাজকে প্রেমময় করতে এরা দুই গ্রুপই উঠে পরে লেগে যায়। প্রেমের হাওয়ায় উড়ে বেড়াতে চায়। একদল উন্মাদ পানির ফোয়ারা, একদল পাথরের টুকরোর সাথে মেলবন্ধন গড়তে চায়। অদ্ভুত এক বন্ধন গড়ে উঠে। সেই অদ্ভুতেরা কামলীলায় মত্ত হয়। সেখান থেকেই আমাদের জন্ম হয়, তোমাদের জন্ম হয়।
Comments
Post a Comment