অভিনন্দন জেমস ওয়েব টেলিস্কোপ
সরলপথে পৃথিবী থেকে সূর্য পর্যন্ত আলোর যেতে ৮ মিনিট ২০ সেকেন্ড সময় লাগে।পৃথিবী থেকে বর্তমান সময়ে আমরা সূর্যের ছবি তুললে সূর্যের আট মিনিট আগের ঘটনা দেখতে পারবো। এটা মূলত আলোর গতির সাথে সম্পর্কিত। আমরা একটা বস্তু যখন দেখি সেটা মূলত বস্তুুর প্রতিবিম্ব দেখি।একটা বস্তুর উপর আলো পরার পরে সেটা বস্তুর গায়ে ধাক্কা খেয়ে(প্রতিবিম্ব) আমাদের চোখে এসে পরে। তারপর আমরা বস্তুটা দেখতে পারি। আলোর এই পথটুকু পারি দিতে যতটুকু সময় লাগে আমরা ঠিক ততটুকু সময়ের আগের ঘটনা দেখছি।বর্তমানে এক কিলোমিটার সামনের মানুষটা কি করছে যেটা দেখছি, সেটা মূলত ০.০০০০০৩৩ সেকেন্ড আগের ঘটনা দেখছি। দূরত্ব যদি চাঁদের সাথে হয় ৩৮৪,৪০০০ কি.মি. ; তবে প্রায় ১.২৫ সেকেন্ড আগের ঘটনা দেখছি। ৯৩ মিলিয়ন মাইল দূরের সূর্যে বর্তমানে দেখা ঘটনাটা মূলত সেখানে প্রায় ৮ মিনিট ২০ সেকেন্ড আগের ঘটেছে।তেমনি প্রক্সিমা সেঞ্চুরি,মিল্কিওয়ে গ্যালাক্সি, এন্ড্রোমিডা গ্যালাক্সি- তে ঘটে যাওয়া ঘটনা কয়েক ঘন্টা কিংবা কয়েক দিন অথবা কয়েক বছর আগের ঘটনা দেখছি। আজ জেমস ওয়েব টেলিস্কোপ ১৩শ কোটি বছর আগের ঘটে যাওয়া মহাবিশ্বের এক অবিস্মরনীয় ছবি তুলেছে। মানব ইতিহাসের প্রথম কোনো প্রযুক্তি মহাবিশ্বের এতো গভীরের ইনফ্রায়েড ছবি তুললো। এই অবিস্মরণীয় টেলিস্কোপ আগামীতে আমাদের সামনে মহাবিশ্বের এক অজানা জগৎ উন্মোচন করবে। অভিনন্দন জেমস ওয়েব টেলিস্কোপ ।
Comments
Post a Comment