একজন প্রেমিকের গল্প-

একজন প্রেমিকের গল্প-

হাই। তোমার সাথে শুইতে চাই।
হাইটুকু শুধু সেন্ড হয় বাকিটা মস্তিষ্কের কোষে ছটফট করে মরে হায়।
শুরু হয় কি করো? খাইছো? নাইছো?
আরও আরও কতশত জিজ্ঞাসা।
তারপর প্রেম হয়।
কামের গল্প শুরু হয়।
যারজন্য হাই দেয়া হয়, সেটা পরিপূর্ণতা পায়।
তারপর সমাজ,রাষ্ট্র, ধর্ম, যৌনতা আরও আরও জীবনঘনিষ্ঠ আলোচনার শুরু হয়।
যদিও শুরু থেকে এই আলোচনাগুলোই শুধু হওয়া উচিত বলে মনে হয়।
কিন্তু মস্তিষ্ক এক কানাগলিতে ঘুরপাক খায়।
তোমার সাথে শুইতে চাই এটা কিভাবে বলা যায়।
এই চাওয়ার সামনে পৃথিবীর কোনো চাওয়ার কোনো অস্তিত্ব নাই।
কিন্তু নারীর মস্তিষ্ক যৌনতা নিয়ে কথা বলতেই ভয় পায়, অস্বস্তি হয়, নোংরামি ভেবে নেয়।
বুদ্ধিমান প্রেমিকরা সেটা বুঝতে পায়। তাইতো সময় নেয়। প্রচুর সময় অপচয় হয়। তবুও চেষ্টা চালিয়ে যায়।
যদিও শুইতে চাওয়ার বাসনা নারী-পুরুষ সকলের ই হয়।
কিন্তু সেটার জন্য কুশিক্ষা আর অশিক্ষা বাধা দেয়।
কে যে কি চায় সেটা বুঝতে দু'পক্ষেরই গলদঘর্ম হয়।
সৃজনশীল ভাবনাগুলো অবদমিত কামবাসনার কাছে হেরে যায়।
সভ্য সমাজটা এভাবেই গড়ে উঠেছে হায়🤕
একজন প্রেমিকার গল্প- আরেকটু বুঝি তারপর নাহয়🙂

Comments

Popular posts from this blog

করোনা নিয়ে শিশুদের সাথে আলোচনা