বুঝতে শেখার পর থেকেই নিজের অস্তিত্ব খুঁজে ফিরেছি সবসময়। আমাদের মস্তিষ্ক কেন অপরাধ করতে উৎসাহী হয়ে উঠে সেই প্রশ্ন আমার ঘুম কেড়ে নেয় প্রতিনিয়ত। একটা ধর্মহীন সমাজ তৈরি হলে হয়তো সমস্যাগুলোর সমাধান সহজে করা যাবে। কিন্তু ধর্মহীন অশিক্ষিত একটা সমাজ তৈরি করলে কি সমস্যার সমাধান আদৌও করা সম্ভব হবে। হবে না। কেননা আমি যদি ন্যায়-অন্যায়ের পার্থক্য না বুঝি তাহলে আমার অপরাধপ্রবণতা থেকে মুক্তির উপায় কি🤕
সমাজটা মনে হয় এইদিকেই অগ্রসর হচ্ছে।অনেকেই ধর্মের জাল ছিড়ে বের হয়ে যাচ্ছে। ধর্মের বিরুদ্ধে যুদ্ব ঘোষনা করছে। কিন্তু ভালো-মন্দের পার্থক্য বুঝতে পারছে না। জীবনের উদ্দেশ্য বুঝতে ব্যর্থ হচ্ছে। ধর্মহীন সমাজের থেকে একটা সঠিক শিক্ষায় শিক্ষিত সমাজ গড়ে তোলাটাই উত্তম বলে মনে হয়।

Comments

Popular posts from this blog

করোনা নিয়ে শিশুদের সাথে আলোচনা