গোলমেলে জীবন

নিজেকে ইদানীং খুব গোলমেলে মনে হয়। ইদানীং বই পড়তেও ভালো লাগে না। আর যা কিছু করছি তাও খুব বোরিং লাগে। কারন খুঁজতে গেলে হয়তো অনেক কারন খুঁজে পাওয়া যাবে। গতবছর এপ্রিলে মাকে হারিয়েছি। জুনে ভাইকে। একাকী নিঃসঙ্গ সময়টায় বার বার মনে হয়েছে একজন কাল্পনিক সৃষ্টিকর্তা যাদের রয়েছে তারাতো তবু তাকে দায়ী করতে পারে, আমার তো সেটাও নেই। তবে এসব আবেগী চিন্তা খুব বেশি সময় থাকে না। আমি জানি আমার এই অবস্থার দায় এই সমাজটার। তাইতো ইচ্ছে হয় সর্বশক্তি দিয়ে এই সমাজটার বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করি। কিন্তু বাস্তবতা সেটা করতে দেয় না। এই সমাজের বিরুদ্ধে সরাসরি কিছু বলে এখানে টিকে থাকাটা কষ্টকর। আর জীবনের ভয় সেতো আছেই। তাই হয়তো গোলমেলে মস্তিষ্কটা সুস্পষ্ট কিছু করতে পারে না। লেখাগুলো পড়লে মনে হয় সেগুলো যেন আরো গোলমেলে। দিনশেষে তাই বলি চলুক না এই গোলমেলে জীবন, এতেই নাহয় খুঁজে ফিরি সুখের আনন্দ।

Comments

Popular posts from this blog

করোনা নিয়ে শিশুদের সাথে আলোচনা